ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ আব্দুর রাজ্জাকের আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৮৪ বছর। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সাদাকালো থেকে রঙিন পর্দা—দুই সময়েই তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে, আর বাংলা সিনেমায় তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।
বিশেষ এই দিনে পরিবারের পক্ষ থেকে বড় কোনো আয়োজন থাকছে না। রাজ্জাকপুত্র সম্রাট জানিয়েছেন, পরিবারের সদস্যরা কেবল নায়করাজের কবর জিয়ারত করবেন; এ ছাড়া অন্য কোনো অনুষ্ঠান আয়োজনেও তারা আগ্রহী নন।
তবে পারিবারিক আয়োজন না থাকলেও টেলিভিশনে রয়েছে বিশেষ স্মরণ। চ্যানেল আইতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে নায়করাজকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।
রাজ্জাকের অভিনয়জীবনের শুরু মঞ্চনাটকে। পরে ১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। নায়ক হিসেবে তার প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। এরপর তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু সিনেমায় অভিনয় করেন; পাশাপাশি পরিচালনাও করেন একাধিক ছবি।
কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার এই কিংবদন্তি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর