ভূমি মন্ত্রণালয় অনলাইনে ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় নাগরিকদের সতর্ক করেছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র আসল নথির মতো দেখতে নকল কিউআর কোড ব্যবহার করে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করছে।
এ ধরনের জালিয়াতি রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নাগরিকদের মন্ত্রণালয়ের নিজস্ব মোবাইল অ্যাপ ‘ভূমি’ ব্যবহার করার আহ্বান জানানো। ব্যবহারকারীদের অন্য কোনো সাধারণ কিউআর স্ক্যানার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সংক্রান্ত নথিতে থাকা কিউআর কোড শুধুমাত্র ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে নথির তথ্যের সঠিকতা যাচাই করা সম্ভব। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
যদি কিউআর কোড যাচাই করার সময় কোনো অসঙ্গতি বা ভুল তথ্য পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ কল করে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জাল নথি প্রস্তুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সঠিক, নিরাপদ ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে সাধারণ নাগরিকদের সবসময় অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করার পাশাপাশি ডিজিটাল জালিয়াতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর