ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর, দোকানে তালা এবং সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকের বিরুদ্ধে।
শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের লোকজন ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় তেলিগাতী বাজারে বাধা দেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একই দিন সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা সান্দিকোনা বাজারে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের মাইকে প্রচারণা চালানোর সময় মাইক ভেঙে দেয় এবং প্রচার কাজে মাইকের সাথে থাকা আজিজুলসহ কয়েকজনকে মারধর করে রফিকুল ইসলাম হিলালীর লোকজন। এ সময় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থক আজিজুল হক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গত শুক্রবার দুপুরে কেন্দুয়ার চন্দনকান্দিতে বিএনপি নেতা মতিউর রহমান, আজিজুল হক, সুমন মিয়া লিফলেট বিতরণ করতে গেলে ধানের শীষের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একই দিন কেন্দুয়া উপজেলার সান্দিকোনা এলাকার সান্দিকোনা বাজারে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের প্রচার চালানোর সময় বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর লোক সান্দিকোনা ইউনিয়নের রাইজুড়া গ্রামের রুবেল ও মোতালেব, খিদিরপুর গ্রামের রতন, মারুফ, লিটন ও কাদিরসহ ধানের শীষের লোকজন প্রচারের মাইক ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একই দিন সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সাহিতপুর বাজারে দোকান বন্ধ করে দেয় হিলালীর সমর্থকরা।
স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের কর্মী আহত আজিজুল হক বলেন, "আমরা মাইক নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমাদের ওপর ধানের শীষের লোকজন হামলা চালায়। আমাদের মাইক ভাঙচুর করে এলাকা ছেড়ে চলে যেতে বলে।"
স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, "আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতীক বরাদ্দের আগে থেকেই আমার লোকজনের ওপর হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে ধানের শীষের প্রার্থীর লোকজন। ঘোড়া প্রতীক পাওয়ার পর থেকে আমার কর্মী-সমর্থকদের মারধর ও মাইক ভাঙচুর করেছে। আমি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি।"
নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল রিসিভ করেননি।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, "ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
কুশল/সাএ
সর্বশেষ খবর