বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর আয়োজনে শেরপুর ডিসি উদ্যানে চার দিনব্যাপী বইমেলায় স্থানীয় কবি সাহিত্যিক ও সাংবাদিকদের নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে এ সাহিত্য আড্ডায় মুখ্য আলোচক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রর যুগ্ম পরিচালক ও ভ্রাম্যমাণ বইমেলার প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় ভ্রাম্যমান বইমেলা ও কাগজের বই পাঠের উপর গুরুত্ব আরোপ, স্বরচিত কবিতা পাঠ করেন জেলার বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দের মধ্যে গাঙচিল সহ-সভাপতি রাবিউল ইসলাম, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, কবি কথা এর সভাপতি আশরাফ আলী চারু, ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, কবি আজাদ সরকার, খালিকুজ্জামান মুক্তা, সাংবাদিক কাজী মাসুম, মেহেদী হাসান শামীম প্রমুখ।
সাহিত্য আড্ডায় কবি-সাংবাদিক ও শিক্ষক ছাড়াও মেলায় আগত বিভিন্ন শ্রেণী পেশার পাঠক, শিক্ষক ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর