চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের রাজনীতিতে মিথ্যা প্রতিশ্রুতির যে ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা তার কবর রচনা করতে চাই। আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করবো।
শুক্রবার (২৩ জানুয়ারি) নগরের সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ হেলালী বলেন, জনগণ বারবার প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের সময় বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মানুষ ন্যায়বিচার ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই পথ পরিহার করে ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে চাই।
অধ্যক্ষ হেলালী আরও বলেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা করা হবে আমাদের প্রধান অঙ্গীকার। দুর্নীতি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কাজের হিসাব করুন। মিথ্যা আশ্বাস আর ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দিন। আপনাদের সমর্থন পেলে আমরা কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করবো।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, এডভোকেট জোবায়ের, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর