অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এতে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন কমিশনের এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে, আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা প্রদান করেছে। তবে এবার শুধু প্রণোদনাই নয়, স্থায়ীভাবে বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
পে কমিশনের প্রস্তাব অনুযায়ী, নবম বেতন কমিশনে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সম্ভাব্য ভাতাসহ একটি পূর্ণাঙ্গ হিসাব তৈরি করা হয়েছে। প্রচলিত সরকারি নিয়ম অনুসারে, মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া হিসেবে প্রদান করা হয়। এই প্রতিবেদনে ধরা হয়েছে যে, শহরভেদে মূল বেতনের প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া, পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা যুক্ত হয়ে মোট ভাতার পরিমাণ প্রায় ৫০ শতাংশে পৌঁছাতে পারে।

কুশল/সাএ
সর্বশেষ খবর