ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরনবিধী লংঘন করায় পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি মার্কার প্রার্থী সারজিস আলম এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।
শনিবার (২৪ জানুয়ারি) দুই প্রার্থীকে শোকজ লেটার দেওয়া হয়। তবে শোকজের চিঠি পেয়েছেন কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শোকজের চিঠিতে দেখা যায়, গতকাল জামায়াতে ইসলামীর আমির পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় যোগদান উপলক্ষে তোরন বিলবোর্ড ব্যানার স্থাপন করা হয়েছে। এতে করে নির্বাচনী আচরন বিধীমালা ২০২৫ এর বিধি ৭এর চ সুস্পস্ট লংঘন। এজন্য কেন তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবেনা তার লিখিত ব্যাখ্যা আগামি ২৪ ঘন্টার মধ্যে সাক্ষরকারীর কার্য্যালয়ে স্বশরীরে অথবা বা প্রতিনিধির মাধ্যমে দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে গতকাল রাতে প্রার্থীরা আচরন বিধি মানছে কি না এজন্য পঞ্চগড় জেলা প্রশাসকের নির্দেশে পঞ্চগড় শহরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মোহন মিনজি এতে জেলা শহরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরে বেশ কিছু ব্যানার ফেস্টুন অপসারনের সময় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সাথে নওশাদ জমিরের কর্মী সমর্থকরা বাক বিতন্ডায় জড়িয়ে পরেন উচ্ছৃংখল আচরন করেন এবং ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালনে বাধা প্রদান করেন সেই সাথে গভীর রাতে জেলা প্রশাসক কার্য্যালয় তথা রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়ের সামনে অবৈধ জমায়েত হয়ে উছৃংখল আচরন করেন। এবং সরকারী গণভোটের প্রচারনা ব্যানার ছিড়ে ফেলার হুমকি প্রদান করেন যা নির্বাচনী আচরনবিধী ১৫ (গ) এর সুস্পস্ট লংঘন এজন্য কেন নওশাদ জমিরের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবেনা তার লিখিত জবাব আগামি ২৪ ঘন্টার মধ্যে রিটার্নিং কর্মকতার কার্য্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়। জবাব না দেওয়া হলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে শোকজে জানানো হয়।
শোকজ লেটারের বিষয়ে নওশাদ জমির এব সারজিস আলমের মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলে সারজিস আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং নওশাদ জমিরের মুঠোফোনে বার বার কল করা হলেও রিসিভ করেননি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর