সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ভোটারদের জনসমুদ্র বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে গত ১৭ বছর গণতন্ত্র ছিল না, তাই সুষ্ঠু ভোটও ছিল না। আগামী ১২ তারিখ দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন অপেক্ষা করছে। এই নির্বাচন না হলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ব্যাহত হবে। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া দলের দায়িত্বে ছিলেন, তিনি কারো সাথে কখনো আপোষ করেননি, অন্যায় করেননি। তাই তিনি গণতন্ত্রের মানসকন্যা হিসেবে ভূষিত হয়েছেন।
তিনি বলেন, যখন আমি সংসদ সদস্য ছিলাম, তখন এই অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতে কান দেবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের স্থান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোনো উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরিলুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তির লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুঁইয়াসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি সকালে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর