আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা সেক্রেটারি কবির হোসেন মাস্টার।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকায় কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
কবির হোসেন মাস্টার বলেন, কুমিল্লা-৫ আসনসহ দেশের প্রতিটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি আরও দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনেও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান বিপুল ভোটে জয়লাভ করবেন।
পথসভায় বক্তব্যে তিনি দুঃশাসন, দুর্নীতি, মাদকের গডফাদার ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে বলেন, এই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটাতে হলে সাধারণ মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ড. মোবারক হোসেনের প্রধান এজেন্ট অধ্যাপক আব্দুল হান্নান,জেলা সূরাসদস্য ও ইউনিয়ন নির্বাচন পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের, রোকন ও ইউনিয়ন নির্বাচন পরিচালক সহকারী অধ্যাপক তাসলিমুর রহমান, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক অহিদুর রহমান, কেন্দ্রীয় বিজনেস কমিটির সভাপতি সাদেকুর রহমান, বাকশীমূল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, জামায়াতে নেতা মাওলানা হাফেজ আল-আমিন সিদ্দিকী, সহ অন্যান্য নেতাকর্মীরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর