বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, “আল্লাহর অশেষ রহমত ও জনগণের ভালোবাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, “এই জনপদকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় কসবা উপজেলার নয়নপুর বাজারে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বায়েক ইউনিয়ন জামায়াতের আমীর আলী আশরাফের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক কবির আহমেদ এবং এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সদস্য সচিব এম. এ. বাতেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রোস্তম আলী, ইউনিয়ন শিবির সভাপতি আহমেদ বাদল এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় মো. আতাউর রহমান সরকার বলেন, “এদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়—যে বাংলাদেশ হবে মানবিক, মায়া-মমতা ও ভালোবাসায় মোড়ানো।”
তিনি আরও বলেন, “১০ দলীয় ঐক্য সেই মানবিক বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শেষে তিনি আগামী নির্বাচনে একবারের মতো দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর