ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত এ জনসভায় তিনি এলাকার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির নানা প্রতিশ্রুতি দেন। এসময় জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানছুর)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকছেদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ও শাহ রিয়াজুল হান্নানের ফুফাতো ভাই ড. নেয়ামত এলাহী এবং গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, “একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করছে। কাগজে স্বাক্ষর করালে জান্নাত পাওয়া যাবে—এমন মিথ্যা আশ্বাস দিয়ে ধর্মপ্রাণ মানুষকে প্রতারণা করা হচ্ছে।”
তিনি এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় প্রথমবার দেশ স্বাধীন হয়। আর বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।” তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির একটি অংশ আজ ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
কাপাসিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শাহ রিয়াজুল হান্নান বলেন, নির্বাচিত হলে তিনি পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন। এছাড়া মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতার সংখ্যা বৃদ্ধি, কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, বড় ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষ যেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে—সে সুযোগ তৈরি করা হবে। এতে এলাকার উন্নয়ন হবে, জমির মূল্যও বাড়বে।
সবশেষে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান এবং বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, অ্যাডভোকেট জাকির হোসেন, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক রোকন, অ্যাডভোকেট মো. জাকারিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক চৌধুরী, জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর