বিশ্বকাপ বয়কটের আলোচনা চলার মধ্যেই আবারও আলোচনায় এসেছে সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গ। গতকাল বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে সংযত অবস্থান নিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় ভবিষ্যৎ স্কোয়াডের জন্য সাকিবকে পুনরায় বিবেচনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়ে জানতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সাকিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।”
আওয়ামী লীগের পতনের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব দেশে ফিরে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আর দেশে ফেরেননি।
সাকিবকে ফেরানোর প্রসঙ্গে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও প্রাপ্যতা ঠিক থাকলে এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকলে, নির্বাচক কমিটি তাকে দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিসিবি এনওসি দিতেও প্রস্তুত।
এছাড়া সাকিবকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও উল্লেখ করেন আমজাদ হোসেন।
এদিকে সাকিবের বিষয়টি কীভাবে বোর্ড সভার আলোচনায় এলো—সে বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ক্রিকেট অপারেশন্সের আলোচ্য সূচিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা ও গ্রেডিং নিয়ে আলোচনা চলাকালেই বিষয়টি উঠে আসে।
তিনি বলেন, আলোচনার একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব খেলতে আগ্রহী এবং বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যাতে সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।
আসিফ আকবর আরও যোগ করেন, সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকারের বিষয়। বোর্ডের দৃষ্টিকোণ থেকে আমরা তাকে দলে চাই। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তার নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সাকিব আল হাসান একটি ব্র্যান্ড—এমন ক্রিকেটার হয়তো আগামী বহু বছরেও আর পাওয়া যাবে না।
কুশল/সাএ
সর্বশেষ খবর