বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ না দিয়ে সংস্থাটি বৈশ্বিক আসরে খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এমন সিদ্ধান্ত মেনে না নিয়ে বাংলাদেশকে জোরোলো সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মহসিন নাকভি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে অবিচার ও আইসিসির দ্বিমুখী নীতি হিসেবে আখ্যা দিয়েছেন।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে কি না সেটা এখন বিবেচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত পিসিবি নেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলার পর।
জিও নিউজ জানিয়েছে, আজ রোববার পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। বৈঠকে দেশটির ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে পিসিবির নীতিগত অবস্থানকে সমর্থন দিয়েছেন। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বোর্ড যে সিদ্ধান্ত নেবে তারা সেটা মেনে নেবে।
একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সোমবার ব্যাপারটি নিয়ে কথা বলবেন নাকভি। সেখানেই চূড়ান্ত হবে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জন করবে নাকি বিশ্বকাপে খেলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর