ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩সহ পাঁচটি আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, নেতাকর্মীদের ওপর হামলা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে দেওয়া লিখিত অভিযোগ দেয় দলটি।
এবি পার্টির লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, আমাদের দল নিম্নোক্ত ৫টি আসনে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে- ফেনী-২, মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু); পটুয়াখালী-১, প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.); বরিশাল-৩, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ); কুমিল্লা-৫, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া; সুনামগঞ্জ- ৩, সৈয়দ তালহা আলম।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নির্বাচনী তফসিল ঘোষণা ও প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আমাদের প্রার্থীরা উল্লেখিত আসনগুলোতে, বিশেষ করে বরিশাল-৩ আসনে, চরম বৈরী পরিস্থিতির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দৃশ্যত নিষ্ক্রিয় এবং হতাশাজনক।
অভিযোগ পত্রে আরও বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে উল্লেখ্য যে, আমাদের দলের সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের 'ঈগল' প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ) এর নির্বাচনী কার্যক্রমে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এর সর্বশেষ জঘন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে গত শুক্রবার (২৩ জানুয়ারি) মুলাদী পৌরসভার চরটেকি এলাকায় ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতি ও তার সহকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
দলটির অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগীদের পক্ষ থেকে গত শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অদ্যাবধি স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এমতাবস্থায়, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সারাদেশে বিশেষ করে উল্লেখিত ৫টি আসনে আমাদের প্রার্থীদের জান-মালের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রচারণা চালানোর পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের বলিষ্ঠ ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর