চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পাশ্ববর্তী দুইটি স্কুল বন্ধ রাখা হয়েছিলো। বিএনপির সম্মেলনের জন্য বন্ধ করে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় ।
স্থানীয়রা জানায়, চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে নির্বাচনী জনসভার আয়োজন করে চট্টগ্রাম বিএনপি। এই জনসভাকে ঘিরে সকাল থেকে জনসমাগম হতে থাকে পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকা জুড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রতিটি কক্ষে তালা দেওয়া। বিদ্যালয় গুলোর সামনে ও ছাদে অবস্থান ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ বা কোন শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেখা যায়নি। বিদ্যালয়ে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইলে তারা জনসভা উপলক্ষে বিদ্যালয় বন্ধের কথা জানান।
এ বিষয়ে ৮ শ্রেণীর শিক্ষার্থী তাসকিয়া বলেন, আজ রোববার বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও বিএনপির জনসভার কারণে আমাদের বিদ্যালয় বন্ধ ছিলো। বন্ধের বিষয়ে জানতে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমকে একাধিকবার ফোন করে ও কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রেলওয়ে পাবলিক হাই স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আজ বিদ্যালয়ে সংস্কৃতি অনুষ্ঠানের জন্য বন্ধ ছিলো। সাংস্কৃতিক অনুষ্ঠান কোথায় হয়েছে জানতে চাইলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উল্লেখ্য, প্রায় ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। এর আগে গতকাল রাত ৮টায় চট্টগ্রামে আসেন তারেক রহমান। তার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিছু রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর