দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোটদানের ক্ষেত্রে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করতে সংসদ নির্বাচনের পরিচালনা বিধিমালায় সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সংশোধিত বিধিমালার গেজেট রোববার (২৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, দেশের অভ্যন্তরের যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের ব্যালট পেপারে প্রতীকের বাম পাশে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। এর আগের বিধিমালায় কেবল প্রতীক উল্লেখ থাকার কথা বলা হয়েছিল। তবে প্রবাসীদের ব্যালটে আগের মতোই কেবল প্রতীক উল্লেখ থাকবে।
গণভোট ও সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর