আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট পর্যবেক্ষণে এবার দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশি পর্যবেক্ষক সংস্থা ৮১টি এবং এদের মাধ্যমে মোট ৫৫,৪৫৪ জন ভোট পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে প্রায় ৫০০ জন দায়িত্বে থাকবেন।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। পর্যবেক্ষকরা কেন্দ্রে পৌঁছে ভোটের নিরাপত্তা, স্বচ্ছতা ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করবেন।
ইসি আশা প্রকাশ করেছে, পর্যবেক্ষকরা নির্বাচনের প্রতিটি ধাপ নজরদারি করবেন—ভোট কেন্দ্র খোলার সময়, ভোটগ্রহণের প্রক্রিয়া, ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় পর্যন্ত। এ কার্যক্রম দেশের নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ।
এছাড়া পর্যবেক্ষকরা ভোটারদের সহায়তা, কোনো অনিয়ম, ভোটার হয়রানি বা কেন্দ্রে যেকোনো ত্রুটিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করবেন। ইসি তাদের রিপোর্ট পর্যবেক্ষণ করে প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
এই ত্রয়োদশ নির্বাচনে দেশের প্রতিটি ২৯৮টি আসন এবং সংশ্লিষ্ট গণভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষকদের মাঠে প্রেরণ করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর