জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল পৌরসভার ১নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় উদ্বোধন কালে আয়োজিত সভায় বলেন, একমাত্র আল্লাহর দেয়া আইনের বিধান বাস্তবায়ন করা ছাড়া এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দ্বিতীয় কোন পথ নেই।
রোববার উপজেলার কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করার পর ওয়ার্ড নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত ইসলামী অনৈতিকতার জায়গায় কোন আপস করেনি। অতীতের সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা কোন প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা করতে পারেনি। দুটি দলের মধ্যে আদর্শগত কোন পার্থক্য নেই। তারা মুদ্রার এপিঠ-ওপিঠ।
তিনি সরিষাবাড়ীর ভোটার ভাইবোনদের ভাগ্যের পরিবর্তনের জন্য দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করে। এ সময় জেলার জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সরিষাবাড়ী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, অধ্যাপক শামীম হোসেন সোহেল।
এ ছাড়াও সোমবার আওনা ইউনিয়নের জগন্নাথগজ্ঞ ঘাট এবং পিংনা ইউনিয়নের বাসুরিয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সভায় দাড়িপাল্লা প্রতিকের জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর