আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পাঠানো শুরু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের ভেতরে ভোট দেবার জন্য নিবন্ধন করা ভোটারদের মধ্যে ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে।
ইসি সচিব আরও বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীকের পাশে থাকবে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো বাধ্যতামূলক। সময়মতো পৌঁছানো ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে, নইলে তা গণনায় ধরা হবে না।
এবার দেশে ও দেশের বাইরে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
সাজু/নিএ
সর্বশেষ খবর