জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সহযোগিতায় রবিবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এম এ ওহাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডঃ তানজীর আল ওহাব,শহর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল,বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন রনি, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন, জয়পুরহাট জেলা সম্মোলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা, শ্রমিকদের ন্যায্য মুজুরী, সুরক্ষা - নিরাপত্তা, চিকিৎসা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে নানা দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর