বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও সকল স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে আজ ২৬ জানুয়ারি ২০২৬’ তারিখ রোজ সোমবার বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের প্রধান কার্যালয় ১২১/৩ তেজকুনি পাড়া, বিজয় সরণী সংলগ্ন ঢাকা তে স্বতন্ত্র প্রার্থীদের ওপর ভয়ভীতি, হয়রানি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও সকল স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর পৃথক দুটি পত্রের মাধ্যমে দেশে চলমান নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি প্রদর্শন, নানাবিধ হয়রানি এবং হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকার ও নির্বাচন কমিশন যদি স্বতন্ত্র প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনের মাঠে টিকে থাকা ও অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে।
এছাড়াও বিষয়টি নিয়ে জরুরি আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ইং আবেদন জানানো হয়েছে।
সাক্ষাৎপ্রার্থী প্রতিনিধি দলের মধ্যে ছিলেন,
১.আলহাজ মোঃ আব্দুর রহিম, চেয়ারম্যান ও সমন্বয়কারী,
২. ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল আবেদীন, রংপুর-৪ (ঘোড়া মার্কা),
৩. মোহাম্মদ গোলাম মোস্তফা, শরীয়তপুর–১ (ঘোড়া মার্কা),
৪. কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট-৪ (হরিণ মার্কা),
৫. আইনিন নাহার নিপা, টাঙ্গাইল-৩ (হাস মার্কা),
৬. ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট-১ (মোরলগঞ্জ) (ঘোড়া মার্কা),
৭. রাশেদুজ্জামান বুলবুল বরগুনা ২ (জাহাজ মার্কা),
৮. সাহারুন জামান (মূখপাত্র ), বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।
উক্ত সংবাদ সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন, স্বতন্ত্র প্রার্থী, বাগেরহাট-৪ (হরিণ মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা আজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। ভয়ভীতি, হামলা ও প্রশাসনিক হয়রানির মাধ্যমে আমাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চাই।”
উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ও প্রধান সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম “স্বতন্ত্র প্রার্থীদের ওপর যে নিরাপত্তা হুমকি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সকল প্রার্থীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।”
প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন “আমরা ঐক্যবদ্ধভাবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করব। জনগণের শক্তিতেই স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী, রংপুর-৪ (ঘোড়া মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা কোনো বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি নন, আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর। অথচ নির্বাচনের শুরু থেকেই আমাদের ওপর পরিকল্পিত চাপ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে।”
মোহাম্মদ গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী, শরীয়তপুর-১ (ঘোড়া মার্কা) বলেন, “নির্বাচনে অংশ নেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু মাঠপর্যায়ে আমরা হুমকি, ভয়ভীতি ও বাধার সম্মুখীন হচ্ছি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
আইনিন নাহার নিপা, স্বতন্ত্র প্রার্থী, টাঙ্গাইল-৩ (হাস মার্কা) বলেন, “নারী স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। নিরাপত্তার অভাব আমাদের চলার পথকে কঠিন করে তুলেছে। আমরা শুধু নিরাপদ পরিবেশে জনগণের কাছে যেতে চাই—এটাই আমাদের একমাত্র দাবি।”
ইঞ্জিনিয়ার মাসুদ রানা, স্বতন্ত্র প্রার্থী, বাগেরহাট-১ (মোরলগঞ্জ) (ঘোড়া মার্কা) বলেন, “নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ভয়ভীতি ও বাধা দিয়ে জনগণের রায়কে দমন করা যাবে না।”
রাশেদুজ্জামান বুলবুল, স্বতন্ত্র প্রার্থী বরগুনা ২ (জাহাজ মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলের বিপক্ষে নয়, আমরা অন্যায়ের বিপক্ষে। আজ যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান না হলে নির্বাচন থেকে মানুষের আস্থা উঠে যাবে।”
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ, প্রতিনিধি সাহারুন জামান (মুখপাত্র ) বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। আমরা চাই একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”
কুশল/সাএ
সর্বশেষ খবর