ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ফেল করেছেন ৯২ দশমিক ৫৪ শতাংশ।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়। বিজ্ঞান ইউনিটভুক্ত ১৮৯১ টি আসনে ভর্তির জন্য মোট ১,০২,০৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উচ্চমাধ্যমিকের শাখা অনুযায়ী তিনটি পৃথক ফলাফল ও মেধাক্রম প্রকাশ করা হয়েছে। ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা যাবে।
তাছাড়াও, আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
পরবর্তী নির্দেশনা: ফলাফল পুনঃনিরীক্ষণে কোন প্রার্থী বিজ্ঞান ইউনিটের প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষায় আগ্রহী হলে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে (শুক্র ও শনিবারসহ) সকাল ৯টা হতে বিকেল ৫টার মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ ১ হাজার টাকা ফিসহ জীববিজ্ঞান অনুষদ অফিসে জমা দিতে হবে। ডিন, জীববিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে। পুন:নিরীক্ষার ফলাফল ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ বিকেল ০৪:০০টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বিজ্ঞান ইউনিট অংশে পাওয়া যাবে।
বিষয় পছন্দক্রম ফরম পূরণ: ভর্তিচ্ছু উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটে ( https://admission.eis.du.ac.bd) লগইন করে বিস্তারিত তথ্য ও বিষয় পছন্দক্রমের ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম ডাউনলোডের পর প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। উক্ত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম সম্পন্ন না করলে কোন প্রার্থীকে বিষয় বরাদ্দ দেয়া সম্ভব হবে না।
কোটার ফরম সংগ্রহ ও জমা: মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ০৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে। ঐ সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম (অনলাইন থেকে ডাউনলোড করা) ফরম জমা দিতে হবে।
এর আগে গত ২৭ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারীর ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর উত্তীর্ণ (পাশ) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১। শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে।
এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮টি। ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর