বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি সম্প্রীতি,সৌহার্দ্য ও নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের দল নয়, বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের দল এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজারে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না। বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না। সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। বিএনপির নীতি হলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী।
সমাবেশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অরছনা রানী দাস, গৌরাঙ্গ চন্দ্র, নীলু রবি দাস ও রবীন্দ্র চন্দ্র বরমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর