চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে উন্মুক্ত নির্বাচন চেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ওমর ফারুকের মা রুবি আক্তার। সোমবার (২৬ জানুয়ারি) এনসিপির নির্বাচন ক্যাম্পেইনের সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে তিনি এ দাবি জানান।
এনসিপির সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য দিতে গিয়ে রুবি আক্তার বলেন, এ আসনে স্থানীয় ভোটাররাই মূল শক্তি। স্থানীয় মানুষ স্থানীয় প্রার্থীই দেখতে চায়।
তিনি বলেন, “জোটের ভোট ২০ শতাংশ, কিন্তু স্থানীয় ভোট ৮০ শতাংশ। যাকে প্রার্থী করা হয়েছে, তাকে এলাকাবাসী চেনে না।”
তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের কখনো জুলাই আন্দোলনকে বিক্রি করেননি, কোনো সুবিধাও নেননি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে ছিলেন তিনি। এ আসন যদি খালি হয়ে যায়, তাহলে বড় ক্ষতি হবে।
এ সময় এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ বলেন, “আমরা ১০ দলীয় জোট। সবাই সহযোগিতা করলে আসনটি হাতছাড়া হবে না।” উত্তরে রুবি আক্তার বলেন, “জোট থাকুক, কিন্তু আসনটি উন্মুক্ত রাখা হোক। এনসিপিও নির্বাচন করুক, জামায়াতের আবু নাছেরও করুক।”
এর আগে চট্টগ্রাম-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা নিয়ে নাটকীয়তা তৈরি হয়। জোটের পক্ষ থেকে এনসিপির জুবাইরুল হাসান আরিফকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলেও সময়মতো মনোনয়ন প্রত্যাহার না করায় জামায়াত প্রার্থী ডা. আবু নাছের প্রতীক পান। পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও মাঠপর্যায়ে তার সমর্থকদের প্রচারণা অব্যাহত থাকায় বিতর্ক আরও বাড়ে।
এ নিয়ে এনসিপি জামায়াতের বিরুদ্ধে জোটের সিদ্ধান্ত লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে। অন্যদিকে জামায়াত দাবি করে, তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনেই এনসিপি প্রার্থীর পক্ষে রয়েছে।
চট্টগ্রাম-৮ আসনকে ঘিরে এ অবস্থায় শহিদ ওমরের মায়ের উন্মুক্ত নির্বাচনের দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর