খাগড়াছড়িতে ১০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ধন চাকমা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় গাঁজা বহনকারী একটি মোটরসাইকেলও আটক করা হয়।
সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ির বিজি তলা চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ধন চাকমা (৩৭) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার বাসিন্দা। তিনি ঐ এলাকার মৃত যাত্রা চাকমার সন্তান।
যৌথ বাহিনীর সূত্র জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার সাব ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সুলতান মাহমুদ সাকিল বলেন, "আমাদের যৌথ বাহিনীর নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে আটক ব্যক্তিকে তল্লাশি করলে তার সুটকেস ভর্তি গাঁজা পাওয়া যায়। সেখানে মোট ১০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।"
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর