কুমিল্লার দেবিদ্বার পৌরসভার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের একটি টিম নিয়ে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ।
অভিযানে পৌরসভার এইচবিসি ব্রিকস ও একতা ব্রিকস নামক দুটি ব্রিকসকে অনুমতিবিহীন কৃষি জমির মাটি কেটে ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার দায়ে 'ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩' এর ১৫(১) ধারায় দুটি মামলায় প্রতিটিকে ৩ লক্ষ টাকা করে সর্বমোট ছয় লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, "পরিবেশে কৃষি জমির মাটি কেটে পরিবেশ ও জমির ক্ষতি করে— এমন কোনো অবৈধ কাজ ইটভাটায় করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর