রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাইন এলাকায় দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক দুই সন্ত্রাসী হলেন- এলাকায় ‘লম্বা জনি’ ও ‘ব্যাপারি জনি’ নামে পরিচিত দুই শীর্ষ অপরাধী।
অভিযান শেষে অপারেশন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহাবুবুল বারী জানান, এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ পর্যবেক্ষণের পর মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ম্যাগাজিন, একটি নকল পিস্তল, একাধিক পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ক্যাপ্টেন মাহাবুবুল বারী আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর