ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকটি দুপুর ১২টায় শুরু হয়।
ইসি সূত্রের খবর, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট, নির্বাচন পরিচালনার প্রস্তুতি এবং ভোটগ্রহণ সংক্রান্ত অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ভোটার নিরাপত্তা, নির্বাচনী স্বচ্ছতা ও সাধারণ মানুষের উৎসাহিত অংশগ্রহণের বিষয়েও কথা বলা হতে পারে।
এ প্রসঙ্গে ইসি বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৈঠকটি মূলত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকসহ বিদেশি কূটনীতিকদের সহযোগিতা বিষয়ক অভিমত বিনিময় কেন্দ্রিক।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্প্রতি ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন এবং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই বৈঠক করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর