প্রযুক্তি জায়ান্ট মেটা ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করা হবে। পরীক্ষার আওতায় ব্যবহারকারীরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে অতিরিক্ত ও উন্নত সুবিধা ব্যবহার করতে পারবেন।
মেটার পরিকল্পনা অনুযায়ী, তিনটি প্ল্যাটফর্মের মূল সেবাগুলো আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন, তারা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসহ বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। মূলত এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ এবং ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই পরীক্ষার অংশ হিসেবে মেটা তাদের ভিডিও জেনারেশন অ্যাপ ‘ভাইবস’ (Vibes)-এর কিছু ফিচার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতায় আনতে পারে। মেটার দাবি, এআইভিত্তিক এই ভিজ্যুয়াল ক্রিয়েশন টুল ব্যবহার করে খুব সহজেই ব্যবহারকারীরা নিজেদের ভাবনাকে ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্টে রূপ দিতে পারবেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মেটা এআই অ্যাপের সর্বশেষ সংস্করণের অংশ হিসেবে ‘ভাইবস’ ফিচারটির ঘোষণা দেওয়া হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়াম পরিকল্পনায় চীনে প্রতিষ্ঠিত এআই প্রতিষ্ঠান ‘ম্যানাস’-এর প্রযুক্তিও যুক্ত করতে চায় মেটা। গত ডিসেম্বরে প্রায় ২০০ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা) ম্যানাস অধিগ্রহণের চুক্তি করে মেটা। তবে ব্যবসায়িক গ্রাহকদের জন্য ম্যানাসের আলাদা সাবস্ক্রিপশন সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
মেটার ভাষ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে তাদের এআই সক্ষমতা আরও শক্তিশালী হবে। ব্যবহারকারীরা ‘এজেন্ট’ নামের উন্নত এআই টুল ব্যবহার করতে পারবেন, যা খুব অল্প নির্দেশনায় ভ্রমণ পরিকল্পনা করা, প্রেজেন্টেশন তৈরি করা কিংবা অন্যান্য জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে। সিঙ্গাপুরভিত্তিক ম্যানাস দাবি করছে, তাদের এআই এজেন্ট সাধারণ চ্যাটবটের তুলনায় অনেক বেশি কার্যকর ও স্বয়ংক্রিয়। যেখানে প্রচলিত চ্যাটবটকে বারবার নির্দেশ দিতে হয়, সেখানে ম্যানাস নিজে থেকেই কাজের পরিকল্পনা করে তা সম্পন্ন করতে সক্ষম।
এদিকে, এই চুক্তি নিয়ে চীনেও আলোচনা তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিং কর্তৃপক্ষ ঘোষণা দেয়, মেটা ও ম্যানাসের মধ্যে হওয়া এই চুক্তি চীনের প্রযুক্তি রপ্তানি আইন বা জাতীয় নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
এর আগে মেটা বিভিন্নভাবে সাবস্ক্রিপশনভিত্তিক মডেল পরীক্ষার উদ্যোগ নেয়। গত বছর ফেসবুকে লিংক শেয়ার করার সংখ্যায় সীমা আরোপের একটি পরীক্ষা চালানো হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীকে জানানো হয়েছিল, সাবস্ক্রিপশন ছাড়া তারা নির্দিষ্ট সংখ্যার বেশি লিংক শেয়ার করতে পারবেন না। মেটার ব্যাখ্যা ছিল, অতিরিক্ত লিংক শেয়ারের সুবিধা ব্যবহারকারীদের জন্য বাস্তবিক কোনো বাড়তি মূল্য তৈরি করে কি না, তা যাচাই করতেই এই পরীক্ষা।
উল্লেখ্য, ২০২৩ সালে মেটা প্রথমবারের মতো পেইড ভেরিফিকেশন সেবা চালু করে। এই সেবার আওতায় মাসিক ফি দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে নীল টিক বা ব্লু ব্যাজ পাওয়ার সুযোগ দেওয়া হয়।
সব মিলিয়ে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর এই উদ্যোগ সফল হলে সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র-বিবিসি।
সাজু/নিএ
সর্বশেষ খবর