আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-২ আসনের মোট ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে গোপালপুর উপজেলায় ১৫টি এবং ভূঞাপুর উপজেলায় ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ আসনে মোট ভোটকক্ষ রয়েছে ৮০০টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৬০৬ জন।
পুলিশ সূত্র জানায়, কেন্দ্রগুলোর দূরবর্তী অবস্থান, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর বাড়ির নিকটবর্তী হওয়ায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “সব ভোটকেন্দ্র নির্বাচন উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর