ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এই অভিযানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী মোট ৯টি মামলা দায়ের করা হয়।
অভিযানকালে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে মোট ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর