নবম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নোবিপ্রবি কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সরকারি কর্মচারী হিসেবে পে স্কেল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তাদের জীবনমান উন্নয়নে নতুন পে স্কেল জরুরি। এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত হবেন। তিনি দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার সেকশন অফিসার মো. নোমান ফারুক, শিক্ষা শাখার কম্পিউটার অপারেটর মো. আব্দুর রহিম, প্রো-ভিসি দপ্তরের সেকশন অফিসার শানে-ই-এলাহি বাবু, ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম ভূঁইয়া, ডেপুটি রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেন এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্যাহ। বক্তারা বলেন, ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছরেও নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি। পে কমিশনের সুপারিশ চূড়ান্ত হলেও নবম পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কর্মসূচি জোরদারের কথাও জানান বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর