ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেছেন, জীবন গেলেও ফুলবাড়ীয়ার ব্যবসায়ী মহলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাতে ফুলবাড়িয়া কাচাবাজার সংলগ্ন সবজি আড়ৎে মাছ ও তরকারি বাজারের ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন সে জন্য শেড নির্মাণ করে দেয়া হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেন নির্মাণ করা হবে।
কামরুল হাসান মিলন বলেন, বিগত দিনে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের লোকজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠিয়েছেন। জামায়াত বিজয়ী হলে জীবন দিয়ে হলেও চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি থাকবো, আপনারা আমার পাশে থেকে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ব্যবসায়ি সুরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, খেলাফত মজলিসের সভাপতি মাও. রফিকুল ইসলাম, শিক্ষক নেতা জাকির, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও. এমদাদুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান প্রমূখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর