আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে জয়পুরহাট সদর উপজেলায় যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১২ টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়াটি শুরু হয়। এতে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সদস্যরা অংশ নেন। মহড়া শেষে বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে টহল দেওয়া হয়।
নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক-উর-রহমানসহ সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তারা।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নির্বাচন পর্যন্ত এ ধরনের টহল ও যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।
ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহড়ায় চিহ্নিত অপরাধীকে গ্রেফতার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করার বিভিন্ন কলা কৌশল প্রদর্শণ করেন যৌথ বাহিনীর সদস্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর