যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায়, তাহলে ইরানি সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আঙুল ট্রিগারে রেখেই প্রস্তুত—আমাদের প্রিয় স্থল, আকাশ ও সমুদ্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে সঙ্গে সঙ্গে ও প্রবলভাবে প্রতিক্রিয়া জানাতে।”
তার এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাত এবং সে সময় যুক্তরাষ্ট্রের হামলা থেকে ইরান “গুরুত্বপূর্ণ শিক্ষা” নিয়েছে। তার ভাষায়, “১২ দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী, দ্রুত ও গভীরভাবে জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করেছে।”
এর আগে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের একটি “বিশাল নৌবহর” ইরানের দিকে এগোচ্ছে। তিনি বলেন, “একটি বিশাল আর্মাডা ইরানের পথে। প্রয়োজন হলে এটি দ্রুত ও সহিংসতার সঙ্গে নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত।”
ট্রাম্প ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, তেহরান চাইলে একটি “ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি” করতে পারে, যার মূল শর্ত হবে—ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তিনি সতর্ক করে বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি “সম্পূর্ণ ধ্বংস” হয়ে গেছে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি নতুন কোনো চুক্তিতে না আসে, তাহলে ভবিষ্যতের হামলা আগের চেয়েও “অনেক ভয়াবহ” হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর