শেরপুরে-৩ আসনে জেলা প্রশাসক আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, "গতকাল বুধবার শেরপুরে একটি ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়। তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যা সম্ভাব্য দিক, সেগুলো নিশ্চিত করা হবে যত দ্রুত সম্ভব।"
এ ঘটনায় প্রার্থীদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "রিটার্নিং অফিসার এবং এডজুডিকেশন কমিটির যদি সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর স্থানীয়ভাবে যদি এটি নিষ্পত্তি হয়, তাহলে সেটা স্থানীয়ভাবে। আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা, সেটার কথা বলেছি।"
আখতার আহমেদ জানান, ৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলে ওই প্রার্থীর প্রতীক আইসিপিভি পোস্টাল ব্যালটে যুক্ত হবে। তিনি বলেন, "কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাননীয় আদালত যদি কারো প্রার্থীতা পুনর্বহাল করেন বা দেন, তাহলে সেই পর্যন্ত আমরা এটা আপনাদের পোস্টাল ব্যালটে তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব বা করা যেতে পারে। কিন্তু ৮ তারিখের পরে, যদি কারো প্রার্থীতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই।"
"কারণ ব্যালট ছাপিয়ে তাদেরকে পাঠিয়ে, তারপরে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরত পেতে যে সময়টুকু দরকার, সে নূন্যতম সময়টুকু থাকবে না। কাজে চেকআউট ডেট হচ্ছে ৮ তারিখ, প্রাসঙ্গিক সময়ের সাথে সম্পর্কিত।"
সাংবাদিক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের খবর সংগ্রহের কার্ড অফলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আখতার আহমেদ। তিনি বলেন, "আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। যাতে অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলো হয়ে গেছে সেটা তো আছে, কিন্তু আপনারা যেন অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন পাবেন—সে ব্যবস্থাটা করা হবে। তবে একটু সময় দিবেন, যে যদি বলেন যে আগামীকালকেই দিতে হবে সেটা হবে না। তো একটু সময় দিয়েন, যাতে পদ্ধতিটাকে একটু আবার রিস্টাবলিশ করতে একটু সময় লাগে।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর