বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের গুঞ্জন উঠেছে পাকিস্তানকে ঘিরে। তবে এসব জল্পনার মধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কার ফ্লাইট বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে জানান, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবারের মধ্যে আসতে পারে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, একটি সূত্রের দাবি—‘বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে পাকিস্তান দলের ফ্লাইট বুক করা হয়েছে।’
সূত্রটি আরও জানায়, ‘শুক্রবারই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ঘোষণা দেবেন- এমনটাই আমরা আশা করছি।’
টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, নাকভি এ বিষয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সামরিক বাহিনীর পরামর্শ নেওয়ার পাশাপাশি পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও আলোচনা করেছেন। তারা দুজনই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন এবং ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন না করার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে। আর ভারতের মুখোমুখি হবে ১৫ ফেব্রুয়ারি।
কুশল/সাএ
সর্বশেষ খবর