নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তান।
এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। ক্রিকেটে রাজনীতির সরাসরি হস্তক্ষেপ এবং আইসিসির প্রশাসনিক ব্যর্থতার কারণে খেলাটি দিশেহারা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
টেলিকম এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মানি বলেন, “আইসিসিকে বাঁচাতে হলে এখনই এর শাসন কাঠামো পর্যালোচনা করা উচিত। সংবিধানে পরিবর্তন এনে বোর্ডের অধিকাংশ পরিচালককে নিরপেক্ষ করা একমাত্র সমাধান।”
২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এহসান মানি। তিনি জানান, বর্তমান কাঠামোর কারণে বিশ্ব ক্রিকেট পথ হারাচ্ছে এবং তা দ্রুত ঠিক করা জরুরি।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভারত ও আইসিসির সমালোচনা করে মানি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে পরিস্থিতি এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি। নিলামে নাম তোলার পর মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া একদমই উচিত হয়নি বিসিসিআইয়ের।’
কুশল/সাএ
সর্বশেষ খবর