গতকাল বুধবার বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চালিতাতলী এলাকার দারুল মাস্টারের এলডিএল ব্রিকস ফিল্ডের সামনে থেকে মোঃ সবুজ মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, আগামী দিনের বৈষম্যহীন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার নির্দেশনায় জেলায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর