বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)তে আগামিকাল শুক্রবার ( ৩০ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠানটির উপস্থাপক রশীদ সাগর এসব তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল রাত ৯টায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। দীর্ঘদিন পর এরকম একটি অনুষ্ঠান দশর্কদের পূর্ণ বিনোদন দিতে পারবে বলে মনে করছেন তিনি।
জানা যায়, বাংলাদেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত শিল্পী মনির খান,শফিমন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডলের কন্ঠে থাকে সঙ্গীত পরিবেশনা। ৩৬ জুলাইকে উপজীব্য করে রচিত পুঁথি পাঠ করেছেন গুনী শিল্পী আরিফ দেওয়ান। অভিনয়-শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের জণ্য অভিনন্দন জানানো হবে রবেন্য শিল্পী আবুল হায়াতকে। রশীদ সাগরের গবেষনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন কমল সরকার, সমন্বয় ইদ্রিস নিয়াজ ও প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর