আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের দায়িত্বে থাকা ২ লাখ ৪৪ হাজার ৬২৫ টি পোস্টাল পাঠানো হয়েছে ৫২ জেলায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন এসব তথ্য জানায়।
ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ৯ হাজার ৬০১ একটি পোস্টাল ব্যালট। এরমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী। আর বাংলাদেশে এসেছে ৫৫ হাজার ৩৪১ টি পোস্টাল ব্যালট।
ইসি আরও জানায়, দেশের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ২ লাখ ৪৪ হাজার ৬২৫ টি ভোট ৫২জেলায় পাঠানো হয়েছে।
দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক-সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন করবে সংস্থাটি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর