বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানই হবেন হবে আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। জনগনের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠণ করবে। তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। তার হাতেই দেশ নিরাপদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ায়রি) বিকেলে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলতে পারে না। লন্ডনে তারেক - ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। দেশ এখন নির্বাচনের দিকে। কোন প্রকার ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারীই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠণ করবে ইনশাআল্লাহ।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের করা অভিযোগের জবাবে মনিরুল হক চৌধুরী বলেন, আপনি যা বলেছেন তা মিথ্যা। সিটি করপোরেশনের ভবন কোথায় হবে সে এখতিয়ার সিটি করপোরেশন কর্তৃপক্ষের। আমাকে নিয়ে যা বলেছেন তার কোন সত্যতা নেই। তবে হ্যাঁ আপনারা যা করেছেন তা যদি বলা শুরু করি তাহলে হজম করতে পারবেন না। গত দেড় বছরে আপনারা যা লুটে নিছেন তা গত ১৬ বছরে আওয়ামিলীগও করেছে কিনা সন্দেহ আছে।
তিনি বলেন, গত ১৬ বছর এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশে দীর্ঘদিন ধরে হরিলুট চলেছে। যে যেভাবে পেরেছে সব লুটেপুটে খেয়ে ফেলছে। এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমার সংসদে যাওয়া প্রয়োজন। সেজন্য দরকার আপনাদের একটি ভোট। আপনাদের ভোটেই আমি সংসদে গিয়ে আপনাদের উন্নয়নে অবদান রাখতে পারি।
সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, ড্যাব সভাপতি ডাঃ মাসুম, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পিটারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা কালিরবাজার ইউনিয়নের নানাবিধ অবকাঠামোগত সমস্যা নিয়ে কথা বলেন। মনিরুল হক চৌধুরী সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর