আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি সংসদীয় আসনের ব্যালট পেপার থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সরানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় দলটির এ আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে দলটির সেক্রেটারির জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে এ চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৬(২) এ "যেক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক একাধিক প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়, সেইক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি, তৎকর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দ্বারা, প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা উহার পূর্বে, তিনি স্বয়ং বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করিবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হইবে।" মর্মে উল্লেখ রয়েছে। এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকার বিষয়টি আপনার সদয় অবগতির জন্য নির্দেশিত হয়ে জানানো হলো।
যে সাত আসনে প্রতীক প্রত্যার চেয়েছে জামায়াত- চট্টগ্রাম-৮, নরসিংদী-২,ভোলা-২, নরসিংদী-৩,নারায়ণগঞ্জ-৩,সুনামগঞ্জ-১ ও চট্টগ্রাম ১২।
জানা যায়, শরীকদের ছাড় দিতে এসব আসনে নিজদের প্রতীক প্রত্যাহার চেয়েছে দলটি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর