পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলার মধ্যে তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে তার উপর স্থানান্তরের দাবী করলেন ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী সারজিস আলম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচি স্থগিতের সময় তিনি এই দাবী জানান। এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন,শিবির নেতা ফজলে রাব্বী জেলা ছাত্র শক্তির সদস্য সচিব সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
সারজিস আলম বলেন, নির্বাচনের তফশিলের আগে তিনটি থানার ওসি পরিবর্তন হয়েছে দুটি ইউএনও’র পরিবর্তন হয়েছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পরিবর্তন হয়েছে শুধুমাত্র তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার পরিবর্তন হয় নি।
তিনি বলেন, আমরা মনে করি এই ইউএনও যোগদানের পর থেকেই তার বিরূদ্ধে সাধারন মানুষের অভিযোগ ছিল ইউএনও বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরন করছেন। আমরা জেলা প্রশাসক সহ জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এবং নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা স্পস্ট করে বলেছি আগামি সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ পেশাদার এবং ইন্টিগ্রেটি সম্পন্ন একজন উপজেলা নির্বাহি কর্মকর্তা পাঠাবেন তাহলেই আমরা আস্থা রাখতে পারবো তেঁতুলিয়ায় স্বচ্ছ নির্বাচনে তেঁতুলিয়ায় আস্থা রাখতে পারবো। অন্যথায় বর্তমান ইউএনও আফরোজ শাহিন খসরুর উপরে বিন্দুমাত্র আস্থা রাখতে পারবোনা।
এর আগে সারজিস এবং ইকবাল হোসাইন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুুজ্জামানের সাথে বিএনপি প্রার্থীর ফেস্টুন অপসারনের বিষয়ে আলোচনা করেন। পরে সারজিস ১১ দলীয় জোট নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষনা দেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর