আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মেহেরুন্নেসা মহিলা কলেজ প্রাঙ্গণে গোপালপুরে আয়োজিত এই কর্মশালায় নির্বাচনী পোলিং এজেন্টদের ভোটের দিনের দায়িত্ব, ভোট গণনা এবং কেন্দ্র রক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি'র সভাপতি খালিদ হাসান উথান, আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত তিনজন ট্রেনার সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে এজেন্টদের সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর