চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে দুইদিন আট ঘণ্টা করে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে বন্দর বিএনপিপন্থী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে দুপুরে বন্দর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের প্রধান সমুদ্রবন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে। পরদিন রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে রোববার বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবীর বক্তব্য রাখেন।
ইব্রাহিম খোকন বলেন, সরকার বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়া একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। এই সময়ে তাড়াহুড়ো করে কেন বিদেশিদের সঙ্গে এমন গুরুত্বপূর্ণ চুক্তি করা হচ্ছে, তা প্রশ্নবিদ্ধ। বন্দরসংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু নির্বাচিত সরকারেরই রয়েছে।
ইব্রাহিম খোকন দাবি করেন, এনসিটি সম্পূর্ণভাবে বন্দরের অর্থায়নে নির্মিত একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। প্রায় দুই দশক ধরে এটি সফলভাবে পরিচালিত হচ্ছে এবং বন্দরের সিংহভাগ কনটেইনার হ্যান্ডলিং এখানেই সম্পন্ন হয়। তাই বিদেশিদের হাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্দর কর্তৃপক্ষ নিজেরাই এটি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম।
শ্রমিক দল নেতা হুমায়ুন কবীর বলেন, দেশের অস্তিত্ব এবং শ্রমিকদের ভবিষ্যৎ রক্ষায় প্রধান সমুদ্রবন্দর কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়া হবে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর