জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনউদ্দিন বিএনপি নেতা জোবায়ের আরিফকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কঠোর ও সমালোচনামূলক বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, 'জোবায়ের আরিফের নির্বাচনী প্রচেষ্টা কোনো কাজে আসবে না এবং তিনি নির্বাচনে জয়ী হতে পারবেন না। তিনি দাবি করেন, 'দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখা, প্রয়োজনীয় সাংগঠনিক কাজ সম্পন্ন না করা এবং বারবার সতর্ক করা সত্ত্বেও তা উপেক্ষা করার কারণেই এই পরিণতি অনিবার্য হয়ে উঠেছে।'
আরিফ মইনউদ্দিন আরও লেখেন, 'জোটের দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট আসনে শক্ত অবস্থান তৈরি হওয়ার সুযোগ থাকলেও বাস্তবে তা কাজে লাগানো যায়নি। তিনি উল্লেখ করেন, বিএনপি সবচেয়ে দুর্বল প্রার্থী হলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে ভোটের বড় একটি অংশ বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যার ফলে জামানত রক্ষা করা সম্ভব হতে পারত। কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি।'
তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, 'এবারের নির্বাচন অত্যন্ত অনিশ্চিত। কোনো দলই অতিরিক্ত শক্ত অবস্থানে নেই এবং ৭০টির বেশি আসনে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ধারণা অনুযায়ী, বিএনপি প্রায় ১৪২টি, জামায়াত ১৩২টি এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা প্রায় ২৬টি আসনে জয় পেতে পারেন।'
পোস্টে তিনি আরও বলেন, সরকার গঠনের জন্য স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের সঙ্গে দরকষাকষি ও আলোচনা অনিবার্য হয়ে উঠবে এবং তখন একটি মাত্র আসনের গুরুত্ব কতটা বড়, তা সবাই বুঝতে পারবেন।
এনসিপির চট্টগ্রাম মহানগরের এই নেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর