ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের ১০ জন নেতা-কর্মী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতা-কর্মীরা হলেন, আব্দুল্লাপুর ইউনিয়নের ইসলামী যুব আন্দোলন
সভাপতি মাওলানা মো. ফরহাদ আমিন, এওয়াজপুর ৮নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন সভাপতি, মো. আফরান উল্লাহ মুন্সি, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হাওলাদার, ইসলামি যুব আন্দোলনের সভাপতি মো.আব্দুল হাওলাদার, ইসলামি আন্দোলনের কর্মী মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী, আলাউদ্দিন পাটওয়ারী ও মো. রাজিব হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কাশেম ও বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান।
যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক প্ল্যাটফর্ম। তাই দেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় অর্জনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নেতা-কর্মীদের যোগদানের বিষয়ে ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীনের কাছে জানতে চাইলে, তিনি খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর