ময়মনসিংহের হালুয়াঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পৌর শহরের হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচারিত এই ফাইনাল ম্যাচটি দেখতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় শক্তিশালী দুই দল সুপার স্টার হালুয়াঘাট বনাম পাউস কেয়ার ওয়ারিয়র্স হালুয়াঘাট। শুরু থেকেই দু’দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ক্রিকেট উপহার দেন। ব্যাটিং ও বোলিংয়ে টানটান উত্তেজনা বিরাজ করে পুরো ম্যাচজুড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের খেলায় পাউস কেয়ার ওয়ারিয়র্স হালুয়াঘাট জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত ফাইনাল খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী রিফাত জামিল তান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, কবি জালাল উদ্দিন আহম্মদ, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, শামসুল আলম লিমন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পুত্র সৈয়দ শেহরান ইমরান আলিফসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অপরদিকে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল।
উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান বলেন, বিজয় স্মৃতি টুর্নামেন্ট নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, আয়োজক কমিটি কর্তৃক কয়েক দিনব্যাপী এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে, যা হালুয়াঘাটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর