আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে পৌঁছেছে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি প্রবাসীদের ভোট। শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন এই তথ্য জানায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫টি ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোট দিয়েছেন এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে ৪ লাখ ১০ হাজার ৯২৮টি পোস্টাল ব্যালট জমা দেওয়া হয়েছে। বাংলাদেশে এসেছে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি পোস্টাল ব্যালট।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য পাঠানো হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৬০৩টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ৭ হাজার ৩৬৭ জন ভোটার। ভোট দিয়েছেন ৪ হাজার ৯০২ জন এবং চর পোস্ট অফিসে জমা দিয়েছেন ২ হাজার ৩৯৪ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
মাসুম/সাএ
সর্বশেষ খবর